"বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮": জাতীয় প্রতিযোগিতা

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (International Robot Olympiad-IROC : www.iroc.org) এর সদস্যপদ লাভ করেছে, ২০১৭ সালের ১৬-ই ডিসেম্বর। এই অলিম্পিয়াডের বিশেষত্ব হচ্ছে, এতে যারা অংশগ্রহণ করতে পারে, তাদের বয়স ৭ থেকে ১৮ এর মধ্যে। যেখানে Robot Gathering, Rescue Mission, Travers Challenge, Robot In Movie, Creative Category (on Theme)- ইত্যাদি নানা রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৬টি সদস্য রাষ্ট্র সহ প্রায় ২২-২৩ টি দেশের প্রতিযোগীরা এই সম্মানজনক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এই বছর , অর্থাৎ, ২০১৮ সালে এই রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হবে ডিসেম্বারের ১৫ থেক ১৯ তারিখ, ফিলিপাইনের ম্যানিলা তে।

বাংলাদেশ থেকে এই বছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডঃ বিডিআরও (BdRO) এর মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে প্রথমবারের মতো প্রতিযোগী আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্যে পাঠাতে চাই। সেই লক্ষ্যে আরডুইনো কমিউনিটি বাংলাদেশকে আউটরিচ পার্টনার হিসেবে সাথে নিয়ে দেশব্যাপী রিজিওনাল বা আঞ্চলিক পরিচিতিমূলক কর্মশালা ইতোমধ্যে শুরু হয়েছে। এর জাতীয় প্রতিযগিতাটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের "কার্জন হল" এ আগামী অক্টোবরের ২৬ তারিখ।

প্রতিযোগীর যোগ্যতাঃ
- জন্মসাল ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে হতে হবে।
- যাদের জন্ম ২০০০-২০০৫ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ/সিনিয়র ক্যাটাগরি। এবং যাদের জন্ম ২০০৬-২০১১ সালের মধ্যে, তারা জুনিয়র ক্যাটাগরি।
- জন্মসাল প্রমাণের জণ্য জন্মসনদ থাকতে হবে।
- রোবট, বেসিক কোডিং, এলগরিদম, ইলেক্ট্রনিক্স- এ আগ্রহ থাকতে হবে
- "Robot Gathering", "Creative Category" এবং "Robot in Movie" এর ভিতর নূন্যতম একটি ক্যাটাগরি তে অংশগ্রহণ করতে হবে। সম্ভব হলে দুটি বা ৩ টি সেগমেন্ট এর প্রতিটিতেই অংশগ্রহণ করা যাবে।

প্রতিযোগিতার সাধারণ নিয়মঃ

১) একজন প্রতিযোগী সর্বনিম্ন ১ টি, সর্বোচ্চ ২ বা ৩ টি কম্পিটিশানে / প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২) প্রতিযোগিতা হবে - জুনিয়র ক্যাটাগরি (যাদের বয়স ২০০৬-২০১১ এর মধ্যে) এবং চ্যালেঞ্জ/সিনিয়র ক্যাটাগরি তে (যাদের জন্ম ২০০০-২০০৫ এর মধ্যে)
৩) বিডিআরও এর বুকলেট, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, মিশন চ্যালেঞ্জ/রোবট গ্যাদারিং, সাধারণ নিয়মাবলী- সব কিছু এই লিঙ্ক থেকে নামানো যাবে-
https://goo.gl/RpHXrJ
৪) "ক্রিয়েটিভ ক্যাটাগরি" তে নিয়ম অনুযায়ী রোবট খুলে অনুষ্ঠান স্থলে আসতে হবে এবং আয়োজক কর্তৃক নিয়োজিত রেফারি দের সামনে এসেম্বল করতে হবে। প্রতিযোগীর রোবটের সর্বোচ্চ ২০ শতাংশ জোড়া লাগানো অবস্থায় আনা যাবে। মূল কন্ট্রোল, প্রসেসর এর সাথে প্রজেক্টের কানেক্টিভিটি, ব্যাটারি কানেকশান, ক্যামেরা (যদি থাকে) কানেক্টিং- ইত্যাদি মেজর কানেকশান গুলো অনুষ্ঠান স্থলে এসে করতে হবে।
-রোবোট এসেম্বল এর জন্য একজন প্রতিযোগী সর্বোচ্চ ২ ঘন্টা সময় পাবেন।
৫) "রোবট ইন মুভি"- তে নিয়ম অনুযায়ী মুভির সেট, মুভির ক্যারেক্টার, ক্যামেরা নিয়ে আসা যাবে।
প্রোডাকশান প্ল্যান- আয়োজক কর্তৃক সরবরাহকৃত কাগজে লিখে জমা দিতে হবে। মুভির শুটিং অনুশঠান্সথলের নির্ধারিত জায়গা তে করতে হবে।
- শুটিং+এডিটিং+সাবমিশান এর জন্য প্রতিযোগী/ টিম সর্বোচ্চ ৩ ঘন্টা সময় পাবে।
৬) রোবট গ্যাদারিং -এর অব্জেক্ট এর সাইজ আগে জানিয়ে দেয়া হবে। তবে ট্র্যাক অনুষ্ঠানের দিন প্রকাশ করা হবে। প্রতিযোগীদের ট্র্যাক অনুযায়ী তার রোবটের কোড পরিবর্তন করতে হতে পারে। "পিক এন্ড ড্রপ" অপশান এর ব্লু-প্রিন্ট ট্র্যাক ওপেন করার সাথে সাথে জানানো হবে। প্রতিযোগী সর্বসাকুল্যে ২ ঘন্টা সময় পাবেন তার রোবট করে প্রোগ্রামিং করার জন্য। for details : https://docs.wixstatic.com/ugd/99eb4b_9e91cdee90b64cbabab5112e6577cb4b.pdf

৭) রোবট গ্যাদারিং প্রতিযোগিতায়- একজন প্রতিযোগী সর্বোচ্চ ২ বার রি-স্টার্ট করতে পারবে।


প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মঃ

১) নির্ধারিত গুগল ফর্মে তথ্য পুরণের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

২) নির্ধারিত বিকাশ নাম্বারে রেজিস্ট্রেশান ফি প্রদান করে গুগল ফর্মে ট্রাঞ্জেকশান আইডি দিতে হবে।

বিকাশ নাম্বারঃ +88-01721-197676 (ব্যাক্তিগত) (বিকাশ সাইট থেকে Withdrawal Charge হিসাব করে ফি এর সাথে সেই টাকা -ও যোগ করে দিতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশান পেন্ডিং থাকবে।)

৩) একটি নির্দিষ্ট টিমে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগী থাকতে পারবে না।
[ যাদের জন্ম ২০০০-২০০৫ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ/সিনিয়র ক্যাটাগরি। এবং যাদের জন্ম ২০০৬-২০১১ সালের মধ্যে, তারা জুনিয়র ক্যাটাগরি। ]

রেজিস্ট্রেশান ফিঃ

ক) মিশন চ্যালেঞ্জ/ রোবট গ্যাদারিংঃ (একক): 100 টাকা
খ) ক্রিয়েটিভ ক্যাটাগরি (দলগত- সর্বোচ্চ ৩ জন): 200 টাকা
গ) রোবট ইন মুভিঃ (দলগত- সর্বোচ্চ ৩ জন): 200 টাকা
ঘ) রোবটিক বুদ্ধিঃ (কুইজ কম্পিটিশান- একক): 100 টাকা

৩) একজন প্রতিযোগী চাইলে একটি বা তিনটি-র সব কয়টি তে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি দিয়ে পার্টিসিপেট করবে।

৪) প্রতিযোগিতায় অংশগ্রহণের কনফার্মেশন মেইল পাঠানো হবে। সেই মেইল টি-ই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রবেশপত্র হিসেবে পরিচিতি পাবে।

পুরষ্কারঃ

০) আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (IROC-2018, Manila, Philippines) এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
১) ১ম, ২য় এবং ৩য়- এর জন্য যথাক্রমে গোল্ড, সিল্ভার এবং ব্রোঞ্জ মেডেল থাকবে। সাথে সার্টিফিকেট প্রদান করা হবে তার  বা তাদের অসামান্য কৃতিত্বের জন্য।
২) তার বাইরে এক বা একাধিক জনকে "Honorable Mention" প্রদান করা হবে।
৩) এছাড়াও অন্যান্য আর্থিক বা সমমানের পুরষ্কার থাকবে।
৪) বিভিন্ন মিডিয়াতে তাদের নাম প্রকাশ করা হবে।

জরুরী তথ্যাবলীঃ
১) রেজিস্ট্রেশান ফি প্রদান করে গুগল ফর্মে তথ্য পূরণ করলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত না-ও হতে পারে। প্রজেক্টের সম্ভাব্যতা, নতুনত্ব, মৌলিকতা - ইত্যাদি বিষয়ের উপর বিবেচনা করে আয়োজক রা কোন সাবমিশান কে বাতিলের ক্ষমতা রাখেন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশান ফি তথ্য পূরণকারীকে ফেরত দেয়া হবে।
২) বিডিআরও এর বিভিন্ন প্রতিযোগিতার নিয়ম কানুন বা অনুষ্ঠান-সূচী পরিবর্তনশীল। প্রতিযোগিদের নিয়মিত ইভেন্ট পেজ এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। যেকোন পরিবর্তন নোটিশ ছাড়াই প্রকাশ করার ক্ষমতা আয়োজক রা রাখেন।

বিডিআরও সম্পর্কে আরো জানতে পারেনঃ
- Website: http://bdosn.org/BdRO
- Facebook: https://www.facebook.com/RobotOlympiadBd/
- Youtube: https://www.youtube.com/playlist?list=PLSbOMO-QViA5WQSmU4y79JZrofO7BJoeB
- অথবা আমাদের লিখতে পারেনঃ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

নিবন্ধন ফর্ম: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScot8FPJbcizx3asLkfmQw_g2t95qrAwQrHq9ry1eyAj3ctYQ/viewform

Author’s Posts

  • Workshop - Unveiling the secret through machine learning

    Artificial intelligence is profoundly changing our lives.  Fueled by recent advances in machine and deep learning, fields such ...

    Jul 03, 2019

  • "বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮": জাতীয় প্রতিযোগিতা

    বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর মাধ্...

    Oct 18, 2018

  • Workshop on Artificial Intelligence

    BdOSN in collaboration with United International University is organizing a introductory w...

    Oct 17, 2016

  • Ada Lovelace Online Programming Contest for Girls held

    An online programming contest to mark the celebrati...

    Oct 15, 2016

  • Mentors Are Ready for the Missingdaughter’s Local Programming Camps

    Please insert your API key for mailchimp.

    Image

Download Our Mobile App

Image
Image