এইচএসএ টকঃ জাপানে উচ্চশিক্ষার সুযোগ

গত ১৭ ই অক্টোবর, ২০২০ তারিখে “বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ” নিয়ে (হায়ার স্টাডি এবরোড) এইচএসএ টক এর ২য় পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। এবারের আলোচনার বিষয় ছিল জাপানে উচ্চ শিক্ষার সুযোগ। এবারের পর্বে জাপানে উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ের স্পষ্ট ধারণা দেয়া হয়। এ পর্বে উপস্থিত ছিলেন কিউশু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আশির আহমেদ, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়  এর মাস্টার্স প্রোগ্রামের ছাত্রী সালমা আল-আমিরাহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ডঃ মোঃ তানভীর এহসান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান।

HSA_Talk_2.png

বিডিওএসএনঃ বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে জাপান কেন পছন্দের তালিকায় থাকবে?

আশির আহমেদঃ জাপান পছন্দের তালিকায় থাকবে তার কারন দেশটি খুব নিরাপদ। এখানে শিক্ষাবৃত্তির সুযোগও রয়েছে এবং যারা গবেষনার জন্য ও রয়েছে উন্নত গবেষনাগার। তাই আমার মনে হয় জাপান পছন্দের তালিকায় থাকা উচিত।

বিডিওএসএনঃ জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে?

আশির আহমেদঃ ভর্তি হতে সিজিপিএ সর্বনিম্ম ৩.০০ থাকলে ভালো তা না হলে গবেষনার দিক থেকে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকে।

বিডিওএসএনঃ জাপানে বৃত্তি নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে কি?

আশির আহমেদঃ হ্যা, জাপানে বৃত্তি নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে। এখানে একটি সরকারি স্ক্লারশীপ আছে মেক্সট স্ক্লারশীপ নামে। তাছাড়াও যদি ভাল কোনো প্রফেসর পেয়ে যায় কেও তাহলে জাপানে একটি স্ক্লারশিপ আছে জ়েএসপিএস নামে যা বাংলাদেশের জন্য মুক্ত।

বিডিওএসএনঃ জাপানে পড়াশোনা করার জন্য প্রস্তুতি কীভাবে নিতেহবে?

আশির আহমেদঃ জাপানে পড়াশোনা যদি  বৃত্তি নিয়ে কেউ করতে চায় তাহলে তা করার জন্য সরকারি স্কলারশীপে এপ্লাই করতে হবে অথবা জাপানের প্রফেসর এর সাথে যোগাযোগ করে স্কলারশীপ এর ব্যবস্থা করতে হবে।

বিডিওএসএনঃ জাপানে CoE (Certificate of Eligibility) একবার রিজেক্ট হলে কেউ আবার অন্য কোনো স্কুলে এপ্লাই করতে পারবে কি?

আশির আহমেদঃ হ্যা,  করতে পারবে। এটা মুলত ব্যবহার হয় ভিসা প্রসেসিং এ।

বিডিওএসএনঃ জাপানে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব কি করা যায়?

আশির আহমেদঃ হ্যা, জাপানে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব করা যায়

বিডিওএসএনঃ পার্ট-টাইম জব এর সুযোগ কেমন?

আশির আহমেদঃ জাপানের শহর গুলোতে পার্ট-টাইম জব এর সুযোগ ভালো তবে রিমোট এরিয়া তে সুযোগ কিছুটা কম।

বিডিওএসএনঃ জাপানে মেডিকেল সায়েন্স সাবজেক্টির মান কেমন?

আশির আহমেদঃ জাপান দেশ হিসেবে অনেক উন্নত। এদেশের মেডিকেল সায়েন্স ও উন্নত। এখানে এই সাবজেক্টির মান ও খুব ভাল

বিডিওএসএনঃ মেডিকেল সায়েন্স পড়াশোনা শেষ করার পর প্রাকটিস করা যায় কি?

আশির আহমেদঃ না, মেডিকেল সায়েন্স পড়াশোনা শেষ করার পর প্রাকটিস করা যায় না।

বিডিওএসএনঃ জাপানেএমএসসি/ পিএইচডিকরারক্ষেত্রেসিজিপিএকতটাগুরুত্বপূর্ণ?

আশির আহমেদঃ জাপানে এমএসসি/ পিএইচডি করার ক্ষেত্রে সিজিপএ অনেক গুরুত্বপূর্ণ।সর্বনিম্ম ৩.০০ থাকতে হয় অথবা গবেষনার দিক থেকে অভিজ্ঞতা থাকতে হবে।

বিডিওএসএনঃ জাপানে সরকারি কোনো বৃত্তি দেয়া হয়? 

আশির আহমেদঃ হ্যা, জাপানে সরকারি বৃত্তি দেয়া হয়। 

বিডিওএসএনঃ মেক্সট স্কলারশিপ পেতে সিজিপি এ মিনিমাম কত থাকতে হয়?

আশির আহমেদঃ মেক্সট স্কলারশিপ পেতে সিজিপি এ মিনিমাম ৩.০০ থাকতে হয়।

বিডিওএসএনঃ সিজিপিএ যদি কম থাকে তাহলে কি সিলেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে?

আশির আহমেদঃ সিজিপিএ যদি কম থাকে তাহলে সিলেক্ট হওয়ার সম্ভাবনা আছে, তবে সে ক্ষেত্রে গবেষনার দিক থেকে অভিজ্ঞতা থাকতে হবে।

বিডিওএসএনঃ জাপানি ভাষা না শিখে জাপানে গেলে পরবর্তীতে কোনো সমস্যার মুখোমুখি হতে হয় কি?

আশির আহমেদঃ জাপানি ভাষা না শিখে গেলে পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও দৈনন্দিন জীবনে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়।

বিডিওএসএনঃ নিরাপত্তার দিক থেকে জাপান কেমন? 

আশির আহমেদঃ নিরাপত্তার দিক থেকে জাপান অনেক উন্নত এবং অনেক বেশি নিরাপদ একটি রাষ্ট্র।

বিডিওএসএনঃ ইংলিশ ভাষায় মাস্টার্স প্রোগ্রামে কোনো স্কলারশিপ আছে কি?

আশির আহমেদঃ হ্যা, ইংলিশ ভাষায় মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ আছে।

বিডিওএসএনঃ যারা অতি উচ্চাকাঙ্খী তাদের জন্য জাপান কি উপযুক্ত?

আশির আহমেদঃ যারা অতি উচ্চাকাঙ্খী তাদের জন্য জাপান আমার মনে হয়না উপযুক্ত।

বিডিওএসএনঃ জাপানে সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করার পদ্ধতি আছে কি?

আশির আহমেদঃ সম্পূর্ণ ফ্রি পড়াশোনা বলতে জাপানে যে সরকারি বৃত্তি দেয়া হয় তাতে টিউশন ফি দেয়া যায় তারপর মাসিক খরচের কিছু টাকাও হাতে থাকে।

বিডিওএসএনঃ জাপানে পড়াশোনা করার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কি?

আশির আহমেদঃ জাপানে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় পার্ট-টাইম জব করে সব খরচ চালিয়ে নিয়ে যাওয়া।

বিডিওএসএনঃ যারা নিজের খরচে পড়তে যেতে চায় তাদের জন্য জাপান কি উপযুক্ত?

আশির আহমেদঃ আমার মনে হয় যারা নিজের খরচে পড়তে যায় তাদের জন্য জাপান উপযুক্ত নয় কারন জাপানে টিউশ্ন ফি এবং মাসিক খরচ অনেক বেশি।

বিডিওএসএনঃ স্কলারশিপ নিয়ে জাপানে পড়াশোনা করতে যেতে পারলেই কি একজন মানুষের জীবনে সফল হওয়া সম্ভব?

আশির আহমেদঃ আসলে সফলতা শব্দটি একেক জনের কাছে একেক রকম। তবে আমার ব্যক্তিগত মতামত স্কলারশিপ নিয়ে জাপানে পড়াশোনা করতে যেতে পারলেই জীবনে সফল হয়ে যাব এটা ভাবা বোকামি ছাড়া র কিছু নয়। 

বিডিওএসএনঃ ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিও তে আসার জন্য।

Author’s Posts

Please insert your API key for mailchimp.

Image

Download Our Mobile App

Image
Image